• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝিনাইদহে এক দিনে সড়কে ঝরল তিন প্রাণ

  ঝিনাইদহ প্রতিনিধি

১৩ নভেম্বর ২০১৯, ০১:৩৭
ঝিনাইদহ
ছবি : দৈনিক অধিকার

ঝিনাইদহে এক দিনে সড়কে ঝরল তিনটি প্রাণ। পৃথকভাবে মঙ্গলবার (১২ নভেম্বর) জেলার লাউদিয়া, গোয়ালপাড়া বাজার এবং গাড়াগঞ্জ বাজার এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

এসব দুর্ঘটনায় নিহত বাস হেলপার দিনাজপুর জেলার কোতয়ালী থানার রামনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে, অপর নিহত বুলু বেগম শৈলকুপা উপজেলার বড়-বাড়ি বগুড়া গ্রামের উসমান শেখের স্ত্রী, এছাড়া নিহত সিয়াম সর্দ্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের গোলাম আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, রাত ৮টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ঝিনাইদহের লাউদিয়া তেল পাম্পে যাত্রাবিরতি শেষে পুনরায় যাত্রা করে।

এ সময় দৌড়ে বাসে উঠতে গিয়ে হেলপার ফারুখ হোসেন ছিটকে গিয়ে ওই বাসের সামনের চাকার নিচে পিষ্ট হয়। সেসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘটনার ঘটার সঙ্গে সঙ্গেই হেলপারকে ফেলে রেখে বাসটি নিয়ে চলে যায় চালক। বাসটি আটক করা সম্ভব হয়নি।

এদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে গোয়ালপাড়া বাজারে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যান যাত্রী বুলু বেগম নিহত এবং তার স্বামীসহ দুইজন আহত হয়।

অন্যদিকে দুপুর ২টার দিকে জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় ট্রাক চাপায় সিয়াম সর্দ্দার নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়।

ওডি/এএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড