• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

  নরসিংদী প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৯, ২৩:২৫
সাব্বির হোসেন
আসামি অটো চালক সাব্বির হোসেন। ছবি : দৈনিক অধিকার

নরসিংদীর বহুল আলোচিত জামাল হত্যা মামলার অন্যতম আসামি অটো চালক সাব্বির হোসেনকে (১৯) আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান, তদন্ত অফিসার শাফায়াত হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাধবদী থানাধীন পুরান চর থেকে তাকে আটক করে।

আটককৃত সাব্বির হোসেন (১৯) মাধবদী থানাধীন পুরান চরের নুরুল ইসলামের ছেলে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, আদালত ১৬৪ ধারায় আটককৃত সাব্বিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছেন। আদালতে সে জামাল হত্যার লোমহর্ষক বিবরণ দিয়ে বলে, গত ১০ আগস্ট রাতে সে ও তার দুই বন্ধু মিলে আড়াইহাজারের বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জামালকে (৪২) প্রথমে মাথায় পরে হাতে, পিঠে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরবর্তীতে সে জীবন বাঁচাতে উঠে দৌড় দিলে পেট বরাবর ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে তার মৃত্যু নিশ্চিত করে পুরানচর শ্বশান ঘাট ও পুরানচর কবরস্থানের মধ্যবর্তী স্থানে ফেলে দেয়।

নিহত জামালের বন্ধুরা সে মালয়েশিয়া থাকাকালীন তার কাছ থেকে টাকা ধার নেয়।

পরবর্তীতে দেশে এসে জামাল তাদেরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে এবং ওই টাকার জন্য ক্রমাগত চাপের কারণেই তারা জামালকে হত্যার পরিকল্পনা করে বলেও জানান তিনি।

ওডি/এএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড