• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর সেই নবজাতকের দায়িত্ব নিল ব্যবসায়ী দম্পতি

  ফেনী প্রতিনিধি

১২ নভেম্বর ২০১৯, ০৯:২৭
জেলা প্রশাসকের কাছ থেকে ওই নবজাতককে নিচ্ছেন ব্যাবসায়ী দম্পতি
জেলা প্রশাসকের কাছ থেকে ওই নবজাতককে নিচ্ছেন ব্যবসায়ী দম্পতি (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন এক ব্যবসায়ী দম্পত্তি।

সোমবার (১১ নভেম্বর) বিকালে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে তাকে (দত্তক) হস্তান্তর করা হয় ফেনী শহরের ওই ব্যবসায়ী দম্পতির কাছে।

এর আগে নবজাতকটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্ত্বাবধায়নে ছিল। তাকে দত্তক পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল ১৫টি পরিবার।

গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে নবজাতক কন্যা সন্তানটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটির চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা।

ফেনী জেলা প্রশাসন ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু তাহের পাটোয়ারির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় নবজাতকটির তত্ত্বাবধায়নের দায়িত্ব নেয়।

ওডি/এসএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড