• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে নদীর চর থেকে হরিণ উদ্ধার

  বাগেরহাট প্রতিনিধি

১১ নভেম্বর ২০১৯, ১৬:৪৩
হরিণ
উদ্ধারকৃত হরিণ (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের ফকিরহাট থানা ভবনের পেছনে অবস্থিত ভৈরব নদীর চর থেকে একটি হরিণ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে পুলিশ প্রশাসন।

হরিণ উদ্ধারের সত্যতা স্বীকার করে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় দৈনিক অধিকারকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকাল ১১টার দিকে ফকিরহাট থানা পুলিশ ওই হরিণটি উদ্ধার করে। উদ্ধারকৃত হরিণটি বাগেরহাটের সদর উপজেলায় অবস্থিত চন্দ্রমহল বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষের বলে জানা গেছে।

তিনি বলেন, এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে। হরিণটি সুন্দরবন থেকে আসেনি বা কেউ নিয়ে আসেনি তিনি সেটি নিশ্চিত করেছেন। এ সময় চন্দ্রমহল বিনোদন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে তবে, ফকিরহাট থানা পুলিশ হরিণটি তাদের কাছে হস্তান্তর করবে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড