• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ গ্রাসে ভোলায় ট্রলারডুবি: নিহত ১, নিখোঁজ ১০

  ভোলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ২০:৪৭
ট্রলারডুবি
ট্রলারডুবির ঘটনায় উদ্ধারকৃত জেলেরা (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে মেঘনা নদীতে ২৪ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় মোরশেদ নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে ভোলা-বরিশাল মেঘনা নদীর সীমান্তবর্তী এলাকা রোকনদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে কোস্ট গার্ড বাহিনীর দক্ষিণ জোনের সদস্য মোরশেদ নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করে।

ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এখনো নিখোঁজ রয়েছে আরও ১০ জেলে।

কোস্ট গার্ড বাহিনীর দক্ষিণ জোন জানায়, রবিবার দুপুরের দিকে ২৪ জেলে নিয়ে চাঁদপুরে মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশনে ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে ভোলা-বরিশালের সীমান্তবর্তী এলাকার রোকনদীতে ডুবে যায় ওই ট্রলারটি। পরে অভিযান চালিয়ে এক জেলের লাশ উদ্ধারসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১০ জেলে। তবে, তাদের উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ডের ভোলার দক্ষিণ জোন।

নিখোঁজ এক জেলের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে ‌ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দৈনিক অধিকারকে জানান, নি‌খোঁজ জেলেদের উদ্ধারে মেঘনা নদীতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড