• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় বুলবুলের কবলে ট্রলার ডুবে নিখোঁজ ৫

  ভোলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১৬:১৩
ঘূর্ণিঝড় বুলবুল
প্রতীকী ছবি

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৫ জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) রাত থেকে রবিবার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত কয়েক দফা তাণ্ডব চালিয়েছে বুলবুল।

চরফ্যাশন উপজেলার ইউএনও মো. নুরুল আমিন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলার আবদুলপুর ইউনিয়নের একটি ট্রলার সদরের ইলিশা পয়েন্টে ডুবে যায়। এতে ৫ জন নিখোঁজ হয়েছেন। এখনো নিখোঁজদের নাম-পরিচয় মিলেনি। এছাড়া উপজেলার ৪টি ইউনিয়নের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

শনিবার সকাল থেকেই পুরো জেলায় ঝড় ও ভারী বর্ষণ হচ্ছে। এর প্রভাবে বাঁধের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলায় সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহাবুব রহমান জানান, বর্তমানে বুলবুল খুব দুর্বল অবস্থায় রয়েছে। ভোলায় জারি হওয়া ১০ নম্বর বিপদ সংকেত সকালে নামানো হয়েছে। বর্তমানে ৩ নম্বর সতর্কতা জারি রয়েছে।

ওডি/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড