• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের আঘাতে লন্ডভন্ড বাগেরহাট, মহাসড়ক বন্ধ

  বাগেরহাট প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১৬:০৮
বুলবুল
মহাসড়কে পড়ে আছে গাছ (ছবি : দৈনিক অধিকার)

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ পড়ে প্রায় তিন ঘণ্টা ধরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক বন্ধ রয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুরে মহাসড়কের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কয়েকটি গাছ পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়। বিকাল ৩টার দিকে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে গাছগুলো কেটে সড়কটিকে স্বাভাবিক করার চেষ্টা করে।

এছাড়া কচুয়া উপজেলার চরকাঠি-ফতেপুর সড়ক, নরেন্দ্রপুর-ফুলতলা সড়কসহ জেলার বিভিন্ন ছোট-বড় ২৫টি সড়ক বন্ধ রয়েছে। কিছু সড়ক বন্ধ ছিল, যা এখন স্থানীয়রা স্বাভাবিক করেছে। সড়কগুলোতে পড়ে থাকা গাছ স্থানীয় লোকজন নিজস্ব তাগিদে কেটে ফেলে সড়ককে স্বাভাবিক করার চেষ্টা করছে। স্থানীয়রা আশা করছেন খুব তাড়াতাড়ি সড়ক স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া বেশকিছু সড়ক বন্ধ ছিল, যা স্থানীয়রা গাছ কেটে স্বাভাবিক করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, বিভিন্ন সড়কে গাছ পড়ে রাস্তা বন্ধ রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সকল সড়ককে স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড