• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের আঘাতে বাগেরহাটে ঘরচাপায় প্রাণ গেল কিশোরীর

  বাগেরহাট প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১৫:৩৭
ঘূর্ণিঝড় বুলবুল
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙে পড়া ঘর (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরচাপা পড়ে সামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল উপজেলার ভরসাপুর গ্রামে ঝড়ের সময় গাছ বসতঘরে উপড়ে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী সামিয়া রামপাল উপজেলার দর্পনারায়নপুর গ্রামের বাবুল শেখের মেয়ে। সে উপজেলার উজলকুর ইউনিয়নের ভরসাপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সামিয়া নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বসতঘরে অবস্থান করছিল। এ সময় ঝড়ো বাতাসে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় দুইজন আহত হয়েছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড়ে নিহত কিশোরীর পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড