• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঝুঁকি নিয়ে নদীর পাড়ে বসবাস হাজারো পরিবার

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

১০ নভেম্বর ২০১৯, ১৪:১২
ঝুঁকি নিয়ে মানুষের বসবাস
ঝুঁকি নিয়ে মানুষের বসবাস ( ছবি : দৈনিক অধিকার )

বিপদ সঙ্কেতের কথা শুনলেই ভয়ে কেঁপে উঠে তাদের বুক। যাওয়ারও কোনো জায়গা নেই। পেশায় কেউ রিকশা-ভ্যান চালক আবার কেউ বর্গা চাষি। স্ত্রী সন্তান নিয়ে ৮-১০ জনের সংসার। বাপ-দাদার ভিটা ছাড়া আর কিছু নেই। তাই জীবনের ঝুঁকি জেনেও ৩০ বছর ধরে শঙ্খের পাড়ে বসবাস করছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজারেরও অধিক পরিবার।

জানা যায়, আনোয়ারা-কর্ণফুলী উপকূলীয় এলাকার লোকজনকে রক্ষায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রচেষ্টায় ২৮০ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে পাউবো। এ প্রকল্প শেষ হলে প্রায় ২ লাখেরও বেশি মানুষ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে বলে জানান পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু বেড়িবাঁধের ভেতরে বসবাসরত অসহায় মানুষগুলো কোনো ধরনের ক্ষতিপূরণ না পাওয়া এবং অভাবের কারণে অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার সামর্থ্য না থাকায় চরম ঝুঁকি নিয়ে বেড়িবাঁধের ভেতরেই বসবাস করছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা ঘাটকুল, সরেঙ্গা, জুঁইদন্ডির লামার বাজার, বরুমচড়ার ভরারচর, বারখাইনের তৈলার দ্বীপ ও হাইলধর পর্যন্ত শঙ্খের কোল ঘেঁষে প্রায় হাজারেরও অধিক পরিবারের বসবাস। বেড়িবাঁধের কারণে এসব অসহায় মানুষদের বাড়িঘর উচ্ছেদ হলেও পরে বেড়িবাঁধের ওপর এবং অনেকে বেড়িবাঁধের ভেতর আবারও বাসা বেঁধে বসবাস করছে।

জুঁইদন্ডি ইউনিয়নের মৃত আবু ছৈয়দের স্ত্রী আয়শা খাতুন বলেন, স্বামী মারা যাওয়ার পর ছোট এক ছেলে ও ৪ মেয়েকে নিয়ে থাকার কোনো জায়গাজমি নেই, তাই ঝুঁকি জেনেও নদীর ভেতর বসবাস করছি। শুধু আয়শা খাতুন নয়, এভাবে আব্দুল গণি, মো. লোকমান, খায়ের আহমদ, জাফর আহমদ, নুরুল ইসলাম, শাহার পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ, আবুল বশির, জুনু ড্রাইভার, মো. আরিফ, রুবি আক্তার, নুরুল আলম, রবিজা বেগম পরিবার নিয়ে বসবাস করছে শঙ্খের বুকে।

জুঁইদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুল আলম খোকা জানান, শঙ্খের পাড়ে বসবাসরত পরিবারগুলো চরম ঝুঁকিতে। বেড়িবাঁধের কারণে বাড়ি-ঘর হারিয়ে তারা নিঃস্ব। এসব অসহায় মানুষদের পুনর্বাসন করা একান্ত জরুরি।

আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, প্রাকৃতিক কারণে আনোয়ারার চারপাশে সাগর ও নদীর অবস্থান। এ কারণে অর্ধলক্ষ মানুষ ভাঙনের ঝুঁকিতে বসবাস করছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড