• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুলের তাণ্ডবে জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের নিম্নাঞ্চল

  বাগেরহাট প্রতিনিধি

১০ নভেম্বর ২০১৯, ১১:৩৪
বাগেরহাট
বাগেরহাটে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত (ছবি : দৈনিক অধিকার)

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় জেলা বাগেরহাটে নিম্নাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ভোর পাঁচটার পর সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম শেষে ঝড়টি আঘাত হানে বাগেরহাটে।

প্রত্যক্ষ তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ও ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জলোচ্ছ্বাসের প্রভাবে হাঁটু পানিতে তলিয়ে গেছে বাগেরহাট পৌর এলাকাসহ জেলা উপজেলার নিম্নাঞ্চল। ভেসে যাচ্ছে মাছের ঘের। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এ অবস্থায় প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রেগুলোতে অবস্থান করেছে দুই লাখের বেশি উপকূলবাসী।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ও কাঁচা-ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুই লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তাদের জন্য শুকনো খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড