• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাভারে সাতটি হাসপাতালে অভিযান, দুইটি সিলগালা ও জরিমানা

  সাভার প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, ১৫:৫৬
ছবি : নিজস্ব

সাভারে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রক্ত রাখা, অপারেশন থিয়েটারে ময়লা আবর্জনা, অনুমোদন ও নিয়ম বহির্ভূত ভাবে হাসপাতাল পরিচালনার দায়ে সাতটি হাসপাতালের মধ্যে দুটি হাসপাতাল সিলগালা, একটি অপারেশন থিয়েটার সিলগালা ও ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সেবা হাসপাতালের মালিক সালামকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৪টা পর্যন্ত র‌্যাব-৪ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৪ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল অভিযান শুরু করে। প্রথমে থানা স্ট্যান্ড এলাকার দীপ ক্লিনিকে অভিযান পরিচলনা করা হয়। এ ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ২০১২ সালের মেয়াদ উত্তীর্ণ সার্জিকেল সুতা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

পরে সাভার সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা, হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা ছাড়াও ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটার দেখতে পায় তারা। পরে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

পাশের থানার রোড এলাকায় প্রাইম হাসপাতালের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ল্যাবে ময়লা, মেয়াদ উত্তীর্ণ ব্লাড রাখার অভিযোগে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর পার্শবর্তী থানা রোডের প্রিন্স হাসপাতাল এন্ড ইনস্টিটিউটে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালটির প্যাথলজি পরীক্ষার রিপোর্টে অগ্রিম স্বাক্ষর দেখতে পাওয়া যায়। এছাড়া হাসপাতালটির অনুমোদন, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বর্জ্য রাখার কোন ব্যবস্থা না থাকায় অভিযান শেষে প্রিন্স হাসপাতাল সীলগালা ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

থানা রোডের নিউ দীপ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রাত সাড়ে ৯ টারদিকে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরে রাত দশটার দিকে থানা রোডের মুক্তি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ ক্লিনিকটির অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করে।

পরে রাত দেড় টার দিকে থানা রোডের সেবা হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারে অনিয়মের কারণে সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও মালিক সালমকে এক বছরের কারদণ্ডসহ সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব-৪ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ সময় র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান ওষুধ প্রশাসনের পরিদর্শক নাহিনাল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যাব-৪ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এসব হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, রক্ত, প্রয়োজনীয় চিকিৎসকের সংকট, অপারেশন থিয়েটারে ময়লা-আর্বজনা ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও একই অভিযোগসহ হাসপাতালের লাইসেন্স নবায়ন ও অনুমোদন না থাকার দুটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড