• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিনাজপুর শহরে মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল আটটি দোকান

  দিনাজপুর প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ১৫:৫২
অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় (ছবি : দৈনিক অধিকার)

দিনাজপুর পৌর শহরের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকেরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের পাহাড়পুরস্থ জেল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয় রাজু মোটরসাইকেল মেকানিকের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আটটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি আংশিক ক্ষতির সম্মুখীন হয় আরও পাঁচটি দোকান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দিকে, ভুক্তভোগী ওই সকল দোকান মালিকেরা দাবি করেছেন, ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানে থাকা মালামাল পুড়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিদুর্ঘটনার সত্যতা স্বীকার করে দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আজিজুল ইসলাম দৈনিক অধিকারকে জানান, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ বলা যাবে। তবে, আশপাশের এলাকায় পানির উন্মুক্ত ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। এ সময় ভয়াবহ এ আগুন নেভাতে এলাকাবাসীদের যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড