• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলার আশ্রয়কেন্দ্রে সোয়া ১ লাখ মানুষ

  বিশেষ প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ১৫:৩৫
ঘূর্ণিঝড়
ভোলার আশ্রয়কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

ভোলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ২৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমান ও জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিকাল নাগাদ তা ২ লাখ অতিক্রম করবে। আশ্রয়কেন্দ্র আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ইতোমধ্যে শুকনো খাবার (চিড়া, মুড়ি) বিতরণ করা হয়েছে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানরা খিচুড়ি রান্না করছে, বিকাল নাগাদ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হবে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের জন্য সকাল, দুপুর এবং রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে ভোলায় নদী এখনো উত্তাল, থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসতে কাজ করছে স্বেচ্ছাসেবকরা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড