• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু

  গাজীপুর প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ১৫:২৯
মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরের অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান লিয়াকত আলী। এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে চারজন একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৩টার দিকে আক্তার হোসেন মারা যান।

মদ্যপানে নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার পাইটালবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আক্তার হোসেন (৬৮) ও একই গ্রামের প্রয়াত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫৫)।

গুরুতর অসুস্থরা হলেন- নূরুল ইসলাম নূরু (৪৫) পাইটাল গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে ও একই গ্রামের বদরুদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮)। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নেওয়া নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। সোহেল মিয়া শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল হক জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল নামের একজন চিকিৎসা নিতে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়। সে এখন শঙ্কা মুক্ত রয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই আমিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্য পানের কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে লাশ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লিয়াকত আলীর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, মদ্যপানে মৃত্যুর খবর শুনে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড