ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বখাটে ছেলের হাতে বাবা খুন হয়েছে। জেলার রাজাপুর উপজেলার ছোট কৈবত্যখালী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত দেলোযার হোসেন কাজী (৪৫) গত রাত আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত রাতে) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকেই বখাটে ছেলে হৃদয় কাজী (১৯) পলাতক।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, বখাটে ছেলে হৃদয় প্রায়ই টাকা পয়সার জন্য সংসারে বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদ করত।শুক্রবার রাত ৮টার দিকে বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে ঘরে থাকা লোহার রড দিয়ে হৃদয় তার বাবার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে প্রথমে বাবা দোলোয়ার হোসেনকে স্থানীয় রাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এব্যাপারে বখাটে ছেলে হৃদয়কে গ্রেফতার করে অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।
ওডি/আরবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড