• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুলবুল শঙ্কায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

  চট্টগ্রাম প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ১২:৩৯
চট্টগ্রাম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সঙ্কেত নামিয়ে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলার পাশাপাশি বন্দরের কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে সকল জাহাজ। জারি করা হয়েছে নিজস্ব সর্তকতা অ্যালার্ট-৪।

শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে বন্দরের মূল জেটির জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর কর্তৃপক্ষ সজাগ রয়েছে। প্রতি মুহূর্তে করণীয় নির্ধারণে সর্বোচ্চ টিম কাজ করছে। অভ্যন্তরীণ ছোট ছোট নৌযানগুলো এবং বড় জাহাজগুলোকে বন্দর থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

স্থল বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই আলম জানান, বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সকল কার্যক্রম এখনো স্বাভাবিক আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড