• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত ফেনী

  ফেনী প্রতিনিধি

০৯ নভেম্বর ২০১৯, ০৯:৪০
দুর্যোগ প্রশমনে প্রস্তুতি সভা
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলা ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতি সভা (ছবি : দৈনিক অধিকার)

ফেনীর উপকূলীয় অঞ্চল সোনাগাজী উপজেলায় ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে ৬ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকালে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলা ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

ফেনী সার্কিট হাউজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। সভায় পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন, ত্রাণ বিভাগ, কৃষি ও বিদ্যুৎ বিভাগসহ সব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব বিভাগের সমন্বয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়।

সভায় বলা হয়, সোনাগাজীর উপকূলীয় এলাকায় ৩টি মেডিকেল টিমসহ সমগ্র জেলায় ৭৬টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। এছাড়া প্রয়োজনীয় খাবার স্যালাইনসহ প্রাথমিক ঔষধ মজুদ রেখেছেন।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় বিপন্ন মানুষের জন্য ৫ হাজার মেট্রিকটন চাল, ৬শ মেট্রিকটন গম, চিড়া, মুড়ি গুড়সহ বিশুদ্ধ পানির মজুদ রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের বাড়ির মালামালে নিরাপত্তা পর্যাপ্ত পুলিশ নিয়োজিত থাকবে।

এছাড়া রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক, সিপিবি, রোভার, আনসার বিডিপির হাজার ১ হাজার ৫শ স্বেচ্ছাসেবক দুর্যোগ কবলিত এলাকার মানুষের পাশে নিয়োজিত থাকবে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে সঙ্গে কর্মস্থলে থাকতে বলা হয়েছে। সভায় আরও বলা হয়, উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারী রাখবে।

মানুষের পাশাপাশি গৃহপালিত পশু ও খামারের পশুদেরও নিরাপদ স্থানে নেওয়ার প্রস্তুতি রয়েছে উপজেলা প্রশাসনের। দুর্যোগ পরবর্তী সময়ে কৃষি বিভাগ, মৎস্য বিভাগসহ সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সব বিভাগ কাজ করবে বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আখতার হোসেন, সমাজ সেবা বিভাগের উপপরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আজিজুর রহমান প্রমুখ ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড