• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

  কুষ্টিয়া প্রতিনিধি

০৭ নভেম্বর ২০১৯, ১৩:১৭
কুষ্টিয়া
দণ্ডপ্রাপ্ত লালন গাজী (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা চেনি মোল্লা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম লালন গাজী। সে কুষ্টিয়ার মিরপুর থানার চিথলিয়া গ্রামের প্রয়াত মকবুল গাজীর ছেলে। অভিযুক্ত আসামি ও ভুক্তভোগী সম্পর্কে ভাইরা।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ১৪ মার্চ সিরাজুল ইসলাম চেনি মোল্লা মিরপুর সাপ্তাহিক হাটে বাজারের উদ্দেশ্যে আসলে লালন গাজী হাটে জন সম্মুখে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। বাজারের লোকজন তাকে উদ্ধার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে বাজারের লোকজনের সহায়তায় মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত লালন গাজীকে আটক করে।

এ ঘটনায় নিহতের বড় ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা লালন গাজীকে একমাত্র আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিরপুর থানা পুলিশ ২০১৭ সালের ৩১ আগস্ট আদালতে চার্জ শিট জমা প্রদান করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মজিদ।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড