• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধনে অংশগ্রহণ 

  পাবনা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০১৯, ২১:৪৯
অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা বর্জন করে মানববন্ধনে অংশ নেন
অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা বর্জন করে মানববন্ধনে অংশ নেন (ছবি : দৈনিক অধিকার)

পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের দুর্নীতির বিচার ও তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা বর্জন করে মানববন্ধনে অংশ নেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী সংগ্রাম পরিষদের ব্যানারে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ গেটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে অধ্যক্ষ মিজানুর রহমানের দুর্নীতির বিচার এবং তার অপসারণ চেয়ে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

এতে বক্তব্য দেন- দুর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, সাবেক ছাত্রনেতা একেএম শরীফুল্লাহ সাচ্চু, শেখ ইদ্রিস আলী প্রমুখ। ৫ দফা দাবিতে আগামী ৭ নভেম্বর অবস্থান ধর্মঘটের ডাক দেন বক্তরা।

প্রসঙ্গত, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক বিরোধী কমিটি একটি স্থানীয় সংগঠন। সম্প্রতি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড