• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুল চিকিৎসায় গর্ভের সন্তানের মৃত্যু, চিকিৎসা অসম্পন্ন রেখেই পলাতক ডাক্তার

  শেরপুর প্রতিনিধি

০৫ নভেম্বর ২০১৯, ০৫:১৬
বাংলাদেশ
(ছবি : প্রতীকী)

শেরপুর জেলা সদরের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গর্ভের সন্তান মারা যাওয়ার বিষয়টি বুঝতে পারার পর অস্ত্রোপচারকৃত প্রসূতির চিকিৎসা অসম্পন্ন রেখেই ওই হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা কৌশলে পালিয়ে যায়।

জানা গেছে, শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মহল্লার শাহিনুর রহমান পনিরের স্ত্রী তানিয়া (২২) সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই শহরের গোপালবাড়ীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডাঃ হাসিনাতুল ফেরদৌস লোপার তত্ত্বাবধানে থাকে। সোমবার সকালে পনিরের স্ত্রী তানিয়া ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ হাসিনাতুল ফেরদৌস লোপার কাছে পরামর্শ করতে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে চিকিৎসকের স্বামী মিলন ফোন রিসিভ করেন। আর বিভিন্ন ঔষধ খাওয়ার পরামর্শ দেন।

এক পর্যায়ে মিলন অসুস্থ তানিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হতে বলেন। রাত সাড়ে আটটার দিকে তানিয়াকে সেখানে ভর্তি করানো হয়। পরে গর্ভের সন্তানের ক্ষতির শঙ্কা দেখিয়ে ডাঃ মুসলিমা আক্তার মৌসুমী অসুস্থ তানিয়ার অস্ত্রোপচার করেন। এ সময় তার গর্ভের সন্তান মারা যায়। পরে হাসপাতালের সকল নার্স ও চিকিৎসক কৌশলে পালিয়ে যাওয়ায় চিকিৎসার অভাবে তানিয়ার অবস্থা সংকটাপন্ন হয়ে দাঁড়ায়। ফলে তাকে অন্য হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় তার স্বজনরা।

এ বিষয়ে তানিয়ার স্বামী শাহিনুর রহমান পনির বলেন, ‘অনেক ভয় দেখিয়ে তানিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে বাধ্য করেছে। চিকিৎসকের ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে আমার সন্তানের। তারা আমার সন্তানকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

এ দিকে এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুল আলম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ওডি/এসসা

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড