• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে আমিনুল হত্যা মামলায় ২ কিশোরকে কারাদণ্ড

  কিশোরগঞ্জ প্রতিনিধি

০৪ নভেম্বর ২০১৯, ০৮:২৬
দণ্ড
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর কিশোর আমিনুল ইসলাম হত্যা মামলায় দুই কিশোরকে ১০ বছর কারাদণ্ডসহ ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

রবিবার (৩ নভেম্বর) দুপুরে আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল মালেক রনি ও নাঈমুল ইসলাম বাবু।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ মার্চ কিশোরগঞ্জ স্টেডিয়ামে বাণিজ্য মেলায় আসামিদের সঙ্গে নিহত আমিনুল ইসলামের (১৭) কথা কাটাকাটি হয়। পরে ১২ মার্চ বিকাল ৫টায় গুরুদয়াল সরকারি কলেজের মাঠে নিহত আমিনুল ইসলাম ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে আমিনুলের বাবা মতিউর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সাক্ষ্য জেরা শেষে আসামি আব্দুল মালেক রনি ও নাঈমুল ইসলাম বাবুকে দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন স্পেশাল পিপি এম.এ আফজল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার ও অ্যাডভোকেট এম.এ হান্নান।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড