• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে ওয়ার্ড আ. লীগের পদে বিএনপি নেতাকর্মীরা!

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০২ নভেম্বর ২০১৯, ০৪:৪৩
চাদাঁবাজি মামলার আসামি রাজিব শেখ
চাদাঁবাজি মামলার আসামি রাজিব শেখ (ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপির একাধিক নেতাকর্মী পদ পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ হয়েছেন হত্যা, চাদাঁবাজি মামলার আসামি রাজিব শেখ। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড সভাপতি হয়েছেন বিএনপিকর্মী দাউদ শেখ, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপিকর্মী কামাল শেখ, ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সম্পাদক হয়েছেন মনির সৈয়াল।

গত বুধবার রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ওয়ার্ডগুলোর এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের পর হতে ওই কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিব শেখের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা এবং মুন্সীগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলা রয়েছে। কিছুদিন আগে ওই চাঁদাবাজি মামলায় রাজিব শেখ ১৫ দিন জেল খেটে বের হন। এছাড়া তার বিরুদ্ধে মদ্যপান ও জুয়া খেলার একাধিক অভিযোগ রয়েছে।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ শেখ জানান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কমিটিতে ঠাঁই পেয়েছেন বিএনপি কর্মীরা। টাকার বিনিময়ে এসব কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব কমিটির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ত্যাগী কর্মীরা।

এ সময় জানানো হয়, ৩ নম্বর ওয়ার্ডের মনোনীত রাজিব শেখ, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির সৈয়াল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি দাউদ শেখ, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কামাল শেখ গত জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মিলন চেয়ারম্যান জানান, ১৯৬৮ সাল হতে আওয়ামী লীগ করি। পাঁচগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে বিএনপির নেতা কর্মীদের আওয়ামী লীগে ঠাঁই দেওয়ায় আমরা হতাশ হয়েছি।

এ ব্যাপারে পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ হোসেন ঢালী জানান, টাকার বিনিময়ে কোনো কমিটি করা হয়নি। বিএনপির লোকজনও কমিটিতে নেই। উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১১ জন নেতা-কর্মীর সম্মতি ক্রমে কমিটি করা হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড