• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাই আ. লীগের সভাপতি অংসুইছাইন, সম্পাদক ইব্রাহীম

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

২৮ অক্টোবর ২০১৯, ২১:২৯
সভাপতি অংসুইছাইন, সম্পাদক ইব্রাহীম খলীল
সভাপতি অংসুইছাইন, সম্পাদক ইব্রাহীম খলীল (ছবি : দৈনিক অধিকার)

বহু প্রতিক্ষার পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের গত কমিটির সভাপতি অংসুইছাইন চৌধুরীকে এবং সাধারণ সম্পাদক পদে গত কমিটির যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খলীলকে মনোনীত করা হয়।

সোমবার (২৮ অক্টোবার) বিকাল ৪ টায় উপজেলা নতুন ভবন মিলনায়তনে নেতা-কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মারমার সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন- রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, জেলা মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, শ্রম সম্পাদক মো. হানিফ, জেলা কৃষকলীগ সভাপতি জাহেদ আক্তার, জেলা আওয়ামী লীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় দীপংকর তালুকদারদের উদ্যোগে পার্বত্যাঞ্চলে উন্নয়ন করে চলছে। পার্বত্যাঞ্চলে আরও উন্নয়ন ও মডেল করতে হলে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। তাহলেই সোনার বাংলায় সোনায় পরিণত হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সম্পাদক আলীব রেজা লিমন, স্বেচ্ছাসেক লীগ সভাপতি মো. ফজলুল করিম মানিক, কৃষকলীগ সভাপতি সামশুদ্দিন, আঞ্চলিক শ্রমিক লীগ সম্পাদক আব্দুল ওহাব, যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, রাইখালী ইউনিয়ন সম্পাদক ইউসুফ তালুকদার, চিৎমরম ইউনিয়ন সভাপতি নেথোয়াই মারমা ও জেলা আলীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড