• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাস টার্মিনালে কিশোর হত্যার ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

  কুড়িগ্রাম প্রতিনিধি

২৮ অক্টোবর ২০১৯, ১৪:২২
সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঞ্চল্যকর কিশোর হেলপার শিপন হত্যার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল রায়, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, প্রমুখ।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার জানান, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কিশোর হেলপার শিপনের মৃতদেহ বাসের ভেতর পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন অপর বাসের হেলপার সোহেল, শহিদুল ও মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল (২৭ অক্টোবর) মূল আসামি কুড়িগ্রাম শহরের কাশিয়াবাড়ীর হাল মাঝি পাড়ার গোলজার হোসেনের ছেলে সোহেল ইসলাম (১৯) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে অ্যান্ড্রয়েড মোবাইল চুরির উদ্দেশ্য হত্যার ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এ ব্যাপারে মামলার যাবতীয় কার্যক্রম শেষে আসামি সোহেল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অল্প সময়ে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানানো হয়।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড