• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড়পুকুরিয়া কয়লা খনির ভবন ধসে ২ শ্রমিক নিহত 

  দিনাজপুর প্রতিনিধি

২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৯
ধসে পড়া নির্মাণাধীন ভবন
ধসে পড়া নির্মাণাধীন ভবন (ছবি : সংগৃহীত)

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নির্মাণাধীন ভবনের (সাব-স্টেশন) ছাদ ধসে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন শ্রমিক।

রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটানায় নিহত শ্রমিক হলেন- প্রশান্ত রায় (২১) ও আকাশ ( ৩২) । লাশ দুটি উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। আহত শ্রমিকদেরকে উদ্ধার করে স্থানীয় ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক আব্দুল আলিম এ প্রতিবেদককে জানান, ছাদ ধসের ঘটনায় নির্মাণ শ্রমিক দুই নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত-আটজন শ্রমিক। ঘটনার পরপরই ফুলবাড়ী ও পার্বতীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ছাদের ঢালাইয়ের কাজ চলার এক পর্যায়ে সাব-স্টেশনের ঢালাইয়ের অংশ বিশেষ ভেঙের ছাদের নিচে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে ।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান দুই শ্রমিকের নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড