• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সালিশে ধর্ষকের সঙ্গে প্রতিবন্ধীর বিয়ের সিদ্ধান্ত, মানছে না ধর্ষক 

  রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

২৭ অক্টোবর ২০১৯, ১৮:০২
ধর্ষণ
ধর্ষণ (ছবি : প্রতীকী)

রাজবাড়ী‌র সদর উপ‌জেলায় এক বু‌দ্ধি প্র‌তিবন্ধী ছাত্রী ধর্ষ‌ণে অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় ৫ মাস পর ধর্ষ‌কের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী প‌রিবার।

গত বৃহ‌স্পতিবার (২৪ অক্টোবর) সদর থানায় ওই ছাত্রীর ভাই বাদী হ‌য়ে ধর্ষক আকাশ মোল্লার (২৪) নামে মামলা দায়ের করেন।

ধর্ষক আকাশ মোল্লা সদর উপজেলার মিজানপুর ইউনিয়‌নের মহাদেবপুর গ্রা‌মের নান্নু মন্ড‌লের ছে‌লে।

বুদ্ধি প্রতিবন্ধী ওই ‌কি‌শোরীর চাচা জানান, ঈদুল ফিত‌রের দুই দিন পর আমার ভা‌তি‌জি‌ প্রাই‌ভেট পড়ে বাড়ি ফেরার সময় মহা‌দেবপুরের কাদের মন্ড‌লের পরিত্যক্ত আধাপাকা টি‌নের ঘ‌রে নি‌য়ে জোরপূর্বক ধর্ষণ ক‌রে লম্পট আকাশ মোল্লা। পরে তা‌কে ভয়ভী‌তি দেখায় যেন ধর্ষণের বিষয় কাউ‌কে না ব‌লে।

পরবর্তী‌তে সেই ঘটনা প্রায় দুই মাস পর জানাজানি হলে চি‌কিৎস‌কের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। পরে জানা যায় ভা‌তি‌জি অন্তঃসত্ত্বা। এরপর স্থানীয়ভা‌বে জনপ্র‌তিধিদের নি‌য়ে সমাধা‌নের চেষ্টা ক‌রা হয়। কিন্তু লম্পট আকাশ সা‌লিশ মান‌লেও পরে তা অস্বীকার ক‌রে। যার কার‌ণে তাদের মামলা কর‌তে দে‌রি হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ‌মিজানপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, ধর্ষণের বিষ‌য়ে স্থানীয়ভা‌বে সা‌লিশ হয়েছিল। এতে তখন তাদের বি‌য়ের বিষ‌য়ে সিদ্ধান্ত হয়। পরবর্তী‌তে কী হ‌য়ে‌ছে তা জানেন না বলেও জানান তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মিজানপু‌রে এক বুদ্ধি প্রতিবন্ধী মে‌য়েকে ধর্ষণের বিষ‌য়ে থানায় আকাশ মোল্লা‌কে নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার পর ধর্ষক আকাশকে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড