• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আঞ্জুমান মুফিদুল ইসলামে নিয়োগ বিজ্ঞপ্তি

  ক্যারিয়ার ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৫
আঞ্জুমান মুফিদুল ইসলাম

দেশে বেকার সমস্যা নেই এ কথা বলা যাবে না। বলতে গেলে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। তবে অনেক ক্ষেত্রে তা ভয়াবহ, এ কথাও বলতে দ্বিধা করেন না কেউ কেউ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। দেশে মোট বেকারের অধিকাংশই উচ্চশিক্ষিত। গত ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে ১৫ বছরের বেশি বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। তবে আশার কথা হলো একদিকে যেমন শিক্ষিত বেকার বাড়ছে, অপরদিকে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে এসব প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না চাহিদা মতো দক্ষ জনশক্তি। এক্ষেত্রে বিভিন্ন করপোরেট হাউসগুলোতে জায়গা করে নিচ্ছেন বিদেশি নাগরিকরা। ফলে বঞ্চিত হচ্ছে আমাদের যুবসমাজ।

আমরা আপনাকে চাকরি দিতে পারছি না, তবে আপনার সময়ের সঙ্গে জুড়ে থাকা ‘বেকার’ বিশেষণটি দূর করতে আমাদের সামান্য আয়োজন। "দৈনিক অধিকার" চেষ্টা করে যাচ্ছে আপনাকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া আপনার 'অধিকার'। আর তা বাছাই করাও আপনার ''অধিকার''। তাই আপনার জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। আপন অধিকার বিনির্মাণে দৈনিক অধিকারের সঙ্গেই থাকুন...

উপ-পরিচালক (আইটি) নিয়োগের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম : উপ-পরিচালক (আইটি) শিক্ষাগত যোগ্যতা : বুয়েট/কুয়েট/রুয়েট/চুয়েট/আইইউটি/এমআইএসটি/এনএসইউ বা এসইউ থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অভিজ্ঞতা : ২-৩ বছর দক্ষতা : আইটি সিস্টেম ব্যবস্থাপনা, লিনাক্স ও উইন্ডোজ সার্ভার ২০০৮, জুমলা, ওয়ার্ডপ্রেস, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লিনাক্স, অ্যাপাচি, মাই এসকিউএল, ওয়েব হোস্টিং, ওয়েবসাইট নিরাপত্তা, ডিএনএস, ওয়েবসাইট ইন্সটলেশন, এফটিপি, এসফাইভএল রেজিস্ট্রেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও মেইনটেন্যান্স বয়স : সর্বোচ্চ ৩৫ বছর বেতন : আলোচনা সাপেক্ষে

সংযুক্তি : আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ২ কপি ছবি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম বরাবর ৩০০ টাকার অফেরতযোগ্য দ্রাফট/পিও

আবেদনের ঠিকানা : প্রার্থীকে নির্বাহী পরিচালক, আঞ্জুমান মুফিদুল ইসলাম-২৯১, ফরিরেরপুল, জমিদার বাড়ি, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

সময়সীমা : ৩ মার্চ, ২০১৯

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড