• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

১১৫১ অফিসার নিয়োগ পেল ৫ ব্যাংকে

  ক্যারিয়ার ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৭
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক (ছবি : সংগৃহীত)

ব্যাংকার্স সিলেকশন কমিটি ৫ ব্যাংকে সমন্বিতভাবে অফিসার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

নির্বাচিত ১ হাজার ১৫১ জনের মধ্যে সোনালী ব্যাংক লিমিটেডে ১৯০ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২০৩ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৭৪২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৭ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ৯ জন ‘অফিসার’ নিয়োগ দেওয়া হবে।

২০১৮ সালের ১৭ আগস্ট ৫ ব্যাংকে সমন্বিতভাবে অফিসার পদের ২য় পর্যায়ে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও প্রার্থীদের পছন্দের ক্রমের ভিত্তিতে ১১৫১ জনকে নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন : চাকরি দেবে সেলিমা মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড

ব্যাংকার্স সিলেকশন কমিটি থেকে জানা যায়, এ নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড