• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

  ক্যারিয়ার ডেস্ক

২৮ জুন ২০১৮, ১২:৪১

বর্তমান বাংলাদেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, আন্তর্জাতিক শ্রম সংস্থা, কমনওয়েলথসহ একাধিক সংস্থার সর্বশেষ জরিপ অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে বেকারত্বের হার বেড়েছে ১.৬ শতাংশ, যেখানে কর্মসংস্থান প্রবৃদ্ধির হার ২ শতাংশ। আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও)সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার ৪০ শতাংশ বেকার। এই বিশাল বেকার জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত বেকারের হারই বেশি।

একদিকে যেমন শিক্ষিত বেকার বাড়ছে, অপরদিকে অনেক প্রতিষ্ঠান দক্ষ জনশক্তির অভাবে পিছিয়ে পড়ছে। আর এই সমস্যা অল্প পরিমাণ হলেও সমাধানের জন্য "দৈনিক অধিকার" চেষ্টা করে যাচ্ছে আপনাকে আপনার সঠিক কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া আপনার "অধিকার"। তাই তো আপনার জন্যই আমাদের এই আয়োজন। তাই নিয়মিত চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। দৈনিক অধিকারের সাথেই থাকুন...

৪টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপ। উক্ত পদে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম : লাইভস্টক অফিসার পদের সংখ্যা : ০১ শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন ভেটেরিনারি/বিএসসি ইন ভেটেরিনারি বা গ্র্যাজুয়েশনসহ যেকোনো বিষয়ে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট/লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা : ৩ বছর বয়স : সর্বোচ্চ ৩৫ বছর বেতন ও অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে

পদের নাম : এগ্রিকালচার ও বিউটিফিকেশন অফিসার পদের সংখ্যা : ০২ শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন এগ্রিকালচার অভিজ্ঞতা : ২-৩ বছর বয়স : সর্বোচ্চ ৩৫ বছর বেতন ও অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে

পদের নাম : টেকনিশিয়ান (এগ্রিকালচার) পদের সংখ্যা : ০৫ শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা ইন এগ্রিকালচার অভিজ্ঞতা : ১ বছর বয়স : সর্বোচ্চ ৩৫ বছর বেতন ও অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে

পদের নাম : ড্রাইভার পদের সংখ্যা : ১৫ শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অন্যান্য যোগ্যতা : ভালোভাবে বাংলা ও ইংরেজি পড়তে জানতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা : ৫ বছর বয়স : সর্বোচ্চ ৩৫ বছর বেতন ও অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নিয়মানুসারে

সংযুক্তি : সব-হস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

আবেদনের ঠিকানা : আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র নির্বাহী পরিচালক, এইচআরএম বিভাগ, ওয়ালটন কর্পোরেট অফিস, প্লট নং-১০৮৮, ব্লক-আই, রোড-সাবরিনা সোবহান ৫ এভিনিউ, বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা : ২২ জুলাই, ২০১৮

বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে...

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড