• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিতে পাস ২০ দশমিক ৫৩ শতাংশ

  ক্যারিয়ার ডেস্ক

১৯ মে ২০১৯, ১৩:২৭
১৫তম শিক্ষক নিবন্ধন

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ এর সূত্রানুসারে পরীক্ষায় পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ ভাগ।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গত মঙ্গলবার ফল প্রকাশের ব্যাপারে সম্মতি জানিয়ে বলেন, এনটিআরসিএ ফল তৈরির সব প্রক্রিয়া গত সপ্তাহেই সম্পন্ন করেছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থীর মধ্যে স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন, স্কুল পর্যায়-২ এ ৪ হাজার ১২৯ জন এবং কলেজ পর্যায়ের ৯২ হাজার ২৭৫ জনসহ মোট ১ লাখ ৫২ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

অনলাইনে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড