• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কীটতত্ত্ববিদ নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদফতর

  ক্যারিয়ার ডেস্ক

০৭ অক্টোবর ২০২১, ২১:৩৫
স্বাস্থ্য অধিদফতর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর। ছবি : সংগৃহীত

চাকরির সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ ‘ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম’। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে কীটতত্ত্ববিদ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি অনলাইনেও আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

ন্যাশনাল ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রাম

পদের নাম

কীটতত্ত্ববিদ

পদসংখ্যা

মোট একজনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা

সরকার স্বীকৃত যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কীটতত্ত্ব বা প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর কীটতত্ত্ব বিষয়ে কমপক্ষে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, জিও বা ইউএন এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে প্রার্থীকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং রিপোর্ট রাইটিংয়ে দক্ষসহ যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স

অনূর্ধ্ব ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরণ: চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন

কীটতত্ত্ববিদ পদে ১,৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন : পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল নিয়োগ

আবেদন পদ্ধতি

আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অ্যাকাডেমিক ও অভিজ্ঞতার সকল সত্যায়িত সনদ নিচের ঠিকানায় পাঠাতে হবে অথবা ই-মেইলে [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ডিরেক্টর, সিডিসি, জাতীয় ম্যালেরিয়া নির্মূল এবং এটিডি নিয়ন্ত্রণ কর্মসূচি, বাসা নম্বর-৪৪ (পঞ্চম তলা), রোড নম্বর- ৩০, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬।

আবেদনের শেষ সময়

চাকরি প্রত্যাশীরা আগামী ১৮ অক্টোবর, ২০২১ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন।

ওডি/নিলয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড