• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩৯তম বিসিএসের বিশেষ পরীক্ষা বাতিল চেয়ে রিট

  ক্যারিয়ার ডেস্ক

০৪ অক্টোবর ২০১৮, ১৫:১৮
বিসিএস_অধিকার

৩৯তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা বাতিল ও মৌখিক পরীক্ষার স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। আবেদনের যুক্তি হিসেবে জানা যায়, এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রে ৭টি ভুল ছিল বলে এ রিট আবেদন করা হয়েছে।

আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ২২ পরীক্ষার্থীর পক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

এ রিটে সরকারি কর্ম কমিশন (পিএসসি), স্বাস্থ্য সচিব, পিএসসির কন্ট্রোলারকে (ক্যাডার) বিবাদী করা হয়েছে।

ইতিমধ্যে পিএসসির ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতি কার্যদিবস সকাল ১০টায় শেরে বাংলা নগরে আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা স্থগিত চেয়েও রিট আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ৮ এপ্রিল ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে নিয়োগের জন্য প্রকাশিত হয়। স্বাস্থ্য ক্যাডার নিয়োগের জন্য আয়োজিত ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ৩ আগস্ট অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড