ক্যারিয়ার ডেস্ক
দেশে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। ‘দৈনিক অধিকার’ চেষ্টা করে যাচ্ছে যুবসমাজকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া ও বাছাই করা আপনার ''অধিকার''। চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। আপন ‘অধিকার’ বিনির্মাণে দৈনিক অধিকারের সঙ্গেই থাকুন।
চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে ‘সিনিয়র অফিসার (সাধারণ), অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ)’ পদে মোট ২৭৯ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র অফিসার (সাধারণ), অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ)।
পদসংখ্যা
মোট ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) পাস প্রার্থীর আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা থাকা যাবে না। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
সিনিয়র অফিসার (সাধারণ) পদের বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০/-টাকা,
অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদের বেতন ১৬,০০০-৩৮৬৪০/-টাকা।
আরও পড়ুন : চাকরি দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
আবেদন পদ্ধতি
আগ্রহী যোগ্য প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
পদগুলোতে আবেদন করা যাবে আগামী ২৮ জানুয়ারি, ২০২১ পর্যন্ত।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড