ক্যারিয়ার ডেস্ক
দেশে প্রতিনিয়তই বাড়ছে বেকার যুবকদের সংখ্যা। ‘দৈনিক অধিকার’ চেষ্টা করে যাচ্ছে যুবসমাজকে একটি সুন্দর কর্মক্ষেত্রের তথ্য দেবার জন্য। কারণ সঠিক কর্মক্ষেত্রের তথ্য পাওয়া ও বাছাই করা আপনার ''অধিকার''। চোখ রাখুন আমাদের ক্যারিয়ার ডেস্কে। আপন ‘অধিকার’ বিনির্মাণে দৈনিক অধিকারের সঙ্গেই থাকুন।
চাকরি দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়টির সরকারি যানবাহন অধিদপ্তরের ১৪টি পদে মোট ৭০৯ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
জনপ্রশাসন মন্ত্রণালয়
বিভাগের নাম
সরকারি যানবাহন অধিদপ্তর
পদের নাম ও পদসংখ্যা
* গাড়ী চালক- ২৮০ জন
* মেকানিক (গ্রেড বি)-২৫ জন
* গাড়ি চালক-১৮৬
* স্পিডবোট চালক-৯৬ জন
* অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৭ জন
* হিসাব সহকারী-৪ জন
* টাইম কিপার-১ জন
* ক্রয় সহকারী-১ জন
* মেকানিক (গ্রেড ডি)-৮ জন
* ডেসপাস রাইডার-১৫ জন
* স্টোর ম্যানিনিয়েল-১ জন
* ক্লিনার/হেলপার-৫১ জন
* অফিস সহায়ক-৯ জন
* নিরাপত্তাপ্রহরী-২৫ জন
বয়সসীমা
১ জানুয়ারি ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আরও পড়ুন : ৪০০ জনকে চাকরি দেবে এলজিইডি
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে http://dgt.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের শেষ সময়
পদগুলোতে আবেদন করা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড