• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু বিপিএলে যেমন হবে দলগুলো

  ক্রীড়া ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১
বিপিএল
বিপিএলের লোগো (ছবি: সংগৃহীত)

চরম নাটকীয়তার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের নামে বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে বিপিএলের এ বিশেষ আসর। সবকয়টি দলই পরিচালনা করবে বিসিবি। এছাড়া দলগুলোর নামও বদলে যাচ্ছে। ইতোমধ্যেই এ বিপিএলের সূচি, খেলার ধরন ও স্কোয়াডের ধরন প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী এবারের বিপিএলে প্রত্যেকটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় রাখতে পারবে। এর মধ্যে ১৩ জন দেশি ও ৯ জন বিদেশি খেলোয়াড় থাকবে। এছাড়া একাদশে ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে বিসিবি চাইলে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে।

৬ ডিসেম্বর শুরু হয়ে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে পরবর্তী আসর। এছাড়া দুইটি স্টেডিয়ামে ৭টি দল প্রথম পর্বে খেলবে ৪২টি ম্যাচ। এছাড়া তিনটি প্লে অফের পাশাপাশি ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ, এলিমেনেটর ম্যাচ ও সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড