• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল নিয়ে কথা বলতে এসে কান্নায় ভেঙে পড়লেন নাফিসা

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৪
নাফিসা কামাল
নাফিসা কামাল (ছবি: সংগৃহীত)

বিপিএল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে কান্নায় ভেঙে পড়লেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। এ সময় তিনি বঙ্গবন্ধু বিপিএলের বাইরে থাকতে চান না বলেও জানান।

বিপিএল নিয়ে নানা জটিলতা তৈরি হওয়ার পর বিসিবি নিজস্ব অর্থায়নে ও নিজস্ব পরিচালনায় বিপিলের সপ্তম আসর আয়োজনের উদ্যোগ নেয়। এছাড়া বিপিএলের এ আসরের নাম দেওয়া হয় ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিসিবির এমন সিদ্ধান্ত হতাশ ফ্রাঞ্চাইজিগুলো। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে নিজের হতাশা ব্যক্ত করেন নাফিসা কামাল। এমনকি এ সময় তিনি কান্নায়ও ভেঙে পড়েন।

দুইবারের চ্যাম্পিয়ন হওয়া দলের মালিক নাফিসা কামাল কাঁদতে কাঁদতে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বিপিএল হচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার, অনেক গর্বের। আমরাও চাই, এই টুর্নামেন্টে আমাদের পতাকা ওড়াতে। গত ছয় বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে ছিলাম আমরা। এটার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। এত লম্বা পার করে যখন এসেছি তখন সবচেয়ে মর্যাদাপূর্ণ বিপিএলে আমরা থাকতে পারছি না এটা মানতে খারাপ লাগছে। আমরা চাই বিপিএল গভর্নিং কাউন্সিল আমদেরসহ যেন এই টুর্নামেন্ট আয়োজন করে। এই টুর্নামেন্ট যেন অনেক স্মরণীয় হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘অনেক বছর ধরে বিপিএলে আমাদের অবদান আছে। সিদ্ধান্তটা আগে জানালে ভালো হত। আমি অবশ্যই ওই উদ্যোগকে অভিনন্দন জানাই। আমি চাইব কুমিল্লা যেন পুরো সহযোগিতা করে সবার সঙ্গে এক হয়ে বঙ্গবন্ধু বিপিএলকে সার্থক করে। আমাদের দাবি মেটার করে না যেখানে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে আছে। এখানে অন্য রকম আবেগ কাজ করে। আমরা চাই না এ থেকে বঞ্চিত থাকি।’

পাপনের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন উল্লেখ করে নাফিসা বলেন, ‘গতকাল এটা ঘোষণা করার পর আমরা খুব ভেঙে পড়েছি। যখন শুনেছি আমরা কেউ এই বিপিএলে নেই এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর ছিল। আমরা অনেক কাজ এগিয়ে রেখেছি। অনেক বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বিপিএলের জন্য বিগব্যাশ ছেড়েছে। উনারা এটা করবে আমাদের আগে বলতে পারত। যাই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ তাঁরা যেন আমাদের নিয়েই এই বিপিএল করে। যেখানে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে সেটা নিয়ে আমাদের কোনো দাবি থাকতে পারে না। আমরা এই বিপিএলের অংশ হতে চাই।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড