• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নতুন যে নিয়মে হচ্ছে বিপিএল

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৪
বিপিএল
বিপিএলের লোগো (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর পুরোপুরি নতুন নিয়মে অনুষ্ঠিত হবে। নতুন এ নিয়মের কারণে এবারের আসরটি আইপিএলের কিংবা বিগ ব্যাশের আদলে হবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এই নিয়ম নেই। আরেক দল থেকে আপনি এভাবে খেলোয়াড় নিয়ে নিতে পারেন না। খেলোয়াড় ধরে রাখার নিয়ম আছে। এটা সবাই জানে। বিশেষ করে যারা বিদেশি লিগে খেলে তারা আরও বেশি জানে।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘সাকিবেরই তো এ ব্যাপারে বেশি জানার কথা। সাকিবকে বলেন না বলতে যে, এ বছর হায়দরাবাদে না খেলে চেন্নাই সুপার কিংসে খেলুক। এটা কখনো সম্ভব না। শুধু বাংলাদেশেই তারা এমনটা করতে চায়। এগুলো অনেক হয়েছে। কিন্তু আর হতে পারে না। এবার আমরা নিয়ম করব আইপিএলের আদলে।’

সম্প্রতি ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দেয় সাকিব। এছাড়া তামিম-মুশফিকরাও দল পরিবর্তন করেন। এরপরই টনক নড়ে বিসিবির। এর আগে তাদের এ দলবদল বৈধ নয় বলে জানায় বিপিএল কর্তৃপক্ষ। এবার পুরো বিপিএলের নিয়মই পরিবর্তন করার সিদ্ধান্ত নিল বিসিবি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড