• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএল ব্যবসা করার জায়গা নয় — নাফিসাকে পাপন

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৯
নাফিসা কামাল ও নাজমুল হাসান পাপন
নাফিসা কামাল ও নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

একের পর এক নাটকের পর অবশেষে বিসিবির নিজস্ব তত্ত্বাবধানে বিপিএলের পরবর্তী আসর পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এ আসরটির নাম বদলে নতুন নাম রাখা হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

বিপিএলের এ আসরে কোনো ফ্রাঞ্চাইজি না থাকলেও আগের সব ফ্রাঞ্চাইজিদের সাথে বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেন দলটির ফ্রাঞ্চাইজি নাফিসা কামাল। ক্ষোভ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম। অথচ এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোনো ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি,আগামী বছর বিপিএলে থাকব কি না।’

নাফিসা কামালের সেসব কথার জবাব দেন নাজমুল হাসান পাপন। বুধবার (১১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লস যদি হয় তাহলে ৮০ লাখ টাকার খেলোয়াড়কে কেউ ৪ কোটি টাকা দিয়ে কিনে নিত না।’

এছাড়া পাপন আরও বলেন, ‘শুনেন লস যদি হয় তাহলে ৮০ লাখ টাকার খেলোয়াড়কে ৪ কোটি টাকা দিয়ে কেউ নিত না। এগুলো করছে বেআইনিভাবে। কত দাম দিয়ে নিচ্ছে তা আপনারা জানেনও না। খোঁজ নিয়ে দেইখেন। লস হলে তো কেউ এত টাকা দেয় না। নিশ্চিত অনেক লাভ করে, আরও লাভ করতে চায়।’

এছাড়া বিপিএলে ব্যবসার কোনো সুযোগ নেই জানিয়ে পাপন বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, আমরা কী চাই। আমরা চাই যারা বিপিএলে আসবে তারা বিপিএলে খেলার উন্নয়ন, খেলোয়াড়ের উন্নয়নের জন্য আসবে। ব্যবসা করার জন্য নয়। এখানে সেই সুযোগ নেই।‘

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড