• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবসর নিলেও আইকন মাশরাফি

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৩
মাশরাফি বিন মর্তুজা, জালাল ইউনূস ও নাজমুল হাসান পাপন
মাশরাফি বিন মর্তুজা, জালাল ইউনূস ও নাজমুল হাসান পাপন (ছবি: সংগৃহীত)

চলতি বছরের ডিসেম্বরে বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আয়োজিত হচ্ছে এ আসর। এমনকি নাম বদলে বঙ্গবন্ধুর নামে আয়োজিত হবে বিপিএলের সপ্তম আসরটি।

সম্প্রতি বিপিএল নিয়ে তৈরি হয় নানা জটিলতা। সাকিব আল হাসান রংপুরে যোগ দিলে মাশরাফি বিন মর্তুজার আইকন থাকবে কি না সে ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়। গুঞ্জন ওঠে জাতীয় দল থেকে অবসর নিলে বিপিএলে আর আইকন হিসেবে থাকবেন না মাশরাফি। তবে বুধবার (১১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মাশরাফির আইকন থাকার ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘অবসর নিলেও মাশরাফি যতদিন বিপিএল খেলবে, ততদিন আইকন থাকবে।’

অন্যদিকে চট্টগ্রামে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচে চার স্পিনার নিয়ে মাঠে নামেন সাকিব। পেসার ছাড়া মাঠে নামায় প্রশ্ন উঠেছে সাকিবের একাদশ বাছাই নিয়ে। এ প্রসঙ্গে পাপন মাশরাফি ও সাকিবের অধিনায়কত্বের তুলনা করে পাপন বলেন, ‘মাশরাফি চায় ৪ পেসার নিয়ে খেলতে আর সাকিব চায় স্পিন নিয়ে খেলতে।’

ওডি/এমএমএ/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড