• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুষ্ঠিত হচ্ছে বিপিএল, অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ

  ক্রীড়া ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৭
বিপিএল
বিপিএল ও দলগুলোর লোগো (ছবি: সংগৃহীত)

সব নাটকের অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বিপিএল। চলতি বছরে পূর্ব নির্ধারিত সময়েই বসবে টুর্নামেন্টটির পরবর্তী আসর। এক দিন পরই নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন অর্থমন্ত্রী।

বিপিএল গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয় বিপিএলের সপ্তম আসরের সময়। এ আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে তারা। ফ্রাঞ্চাইজিদের সাথে বৈঠকে বসে নতুন চুক্তিসহ নানা পরিকল্পনা শুরু করে গভর্নিং কাউন্সিল।

তবে মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এক বছরে দুই বিপিএলের আসর বসার সুযোগ নেই। ফলে এ বছর বিপিএল হবে না জানিয়ে তিনি বলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’

তবে এক দিন পরই তিনি জানালেন সঠিক সময়েই বিপিএল অনুষ্ঠিত হবে। নিজের পূর্বের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বিপিএল হবে, এ বিষয়ে জানার ভুল ছিল।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড