• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে সব কারণে ইতিহাস 'সেরা' ষষ্ঠ বিপিএল

  অধিকার ডেস্ক    ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৯

বিপিএল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২০১৯ বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স (ছবি : টাইগার ক্রিকেট)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা নেমেছে গতকাল শুক্রবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ ঘরোয়া টি-টুয়েন্টি আসরের শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সদ্য সমাপ্ত আসরটি জমে উঠতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে দর্শকরা টি-টুয়েন্টি ক্রিকেটের সেরা রূপটাই দেখতে পেয়েছেন। আর প্রতিযোগিতার ফাইনালটি তো ছিল এক কথায় অসাধারণ!

বিপিএলের এই আসরটিকে এক শব্দে 'সেরা' বলে মেনে নেওয়া যায়। কারণ ব্যাট-বলের ধ্রুপদী লড়াইয়ের সঙ্গে সঙ্গে দলীয় আর ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি ছিল এবার। সে সব নিয়েই বিপিএল তথা ক্রিকেট ভক্তদের জন্য 'অধিকার নিউজ'-এর এই আয়োজন।

বিপিএলের ২০১৯ সালের সংস্করণটি উপহার দিয়েছে প্রতিযোগিতাটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হ্যাটট্রিক, এক মৌসুমে সবচেয়ে বেশি ব্যক্তিগত রান ও উইকেট, একই ম্যাচে জোড়া সেঞ্চুরি এবং আরও একগাদা রেকর্ড।

এক মৌসুমে সবচেয়ে বেশি রান : দক্ষিণ আফ্রিকার রাইলে রুশো (৫৫৮ রান, ঢাকা ডায়নামাইটস)। আগের রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের আহমেদ শেহজাদ (৪৮৬ রান, বরিশাল বার্নার্স, ২০১২ আসর)।

এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (২৩ উইকেট, ঢাকা ডায়নামাইটস)। আগের রেকর্ডের মালিক ছিলেন যৌথভাবে সাকিব (২২ উইকেট, ঢাকা ডায়নামাইটস, ২০১৭ আসর) ও ওয়েস্ট ইন্ডিজের কেভন কুপার (২২ উইকেট, বরিশাল বুলস, ২০১৫ আসর)।

সর্বোচ্চ দলীয় সংগ্রহ : রংপুর রাইডার্স (২৩৯/৪, প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস)। আগের রেকর্ড ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের দখলে (২১৭/৪, প্রতিপক্ষ রংপুর রাইডার্স, ২০১৩ আসর)।

*বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের প্রথম চারটির তিনটিই হয়েছে এবারের আসরে।

দল স্কোর ওভার প্রতিপক্ষ
রংপুর রাইডার্স ২৩৯/৪ ২০ ওভারে চিটাগং ভাইকিংস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৩৭/৫ ২০ ওভারে খুলনা টাইটান্স
ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২১৭/৪ ২০ ওভারে রংপুর রাইডার্স
চিটাগং ভাইকিংস ২১৪/৪ ২০ ওভারে খুলনা টাইটান্স

জোড়া সেঞ্চুরি : টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একই ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি হয়েছে এবারের আসরে। সবমিলিয়ে তৃতীয় ও বিপিএলে প্রথমবারের মতো এই রেকর্ডের মালিক হয়েছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও দক্ষিণ আফ্রিকার রাইলে রুশো (রংপুর রাইডার্স, প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস)।

এক মৌসুমে সবচেয়ে বেশি সেঞ্চুরি : ৬টি। এর আগে ২০১২ আসরে বিপিএল দেখেছিল ৪টি সেঞ্চুরি।

খেলোয়াড় স্কোর দল প্রতিপক্ষ
তামিম ইকবাল ১৪১*(৬১) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডায়নামাইটস
এভিন লুইস ১০৯*(৪৯) কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইটান্স
রাইলে রুশো ১০০*(৫১) রংপুর রাইডার্স চিটাগং ভাইকিংস
এবি ডি ভিলিয়ার্স ১০০*(৫০) রংপুর রাইডার্স ঢাকা ডায়নামাইটস
অ্যালেক্স হেলস ১০০*(৪৮) রংপুর রাইডার্স চিটাগং ভাইকিংস

এক মৌসুমে সবচেয়ে বেশি হ্যাটট্রিক : ৩টি। আগের সবগুলো আসর মিলিয়ে হ্যাটট্রিক হয়েছিল ২টি।

খেলোয়াড় দল প্রতিপক্ষ
আলিস ইসলাম ঢাকা ডায়নামাইটস রংপুর রাইডার্স
ওয়াহাব রিয়াজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুলনা টাইটান্স
আন্দ্রে রাসেল ঢাকা ডায়নামাইটস চিটাগং ভাইকিংস

তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি : অ্যালেক্স হেলস-এবি ডি ভিলিয়ার্স (১৮৪* রান, রংপুর রাইডার্স, প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস)। সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে এটি ইতিহাসের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি।

এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান সোহান (ক্যাচ ১৫টি, স্ট্যাম্পিং ৪টি, সবমিলিয়ে ১৯টি, ঢাকা ডায়নামাইটস)। আগের রেকর্ডের মালিক ছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (ক্যাচ ১৩টি, স্ট্যাম্পিং ৫টি, সবমিলিয়ে ১৮টি, ঢাকা ডায়নামাইটস, ২০১৬ আসর)।

সবচেয়ে খরুচে বোলিং : মোহাম্মদ সাদ্দাম (৪ ওভারে ৫৯ রান, খুলনা টাইটান্স, প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

*বিপিএলের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের প্রথম তিনটি রেকর্ডই (!) হয়েছে এবারের আসরে।

খেলোয়াড় রান ওভার দল প্রতিপক্ষ
মোহাম্মদ সাদ্দাম ৫৯ খুলনা টাইটান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স
আল আমিন হোসেন ৫৭ সিলেট সিক্সার্স চিটাগং ভাইকিংস
মেহেদী হাসান রানা ৫৭ সিলেট সিক্সার্স রংপুর রাইডার্স

বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : তামিম ইকবাল (১৪১* রান, ৬১ বলে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস)। আগের রেকর্ডের মালিক ছিলেন সাব্বির রহমান (১২২ রান, ৬১ বলে, রাজশাহী কিংস, প্রতিপক্ষ বরিশাল বুলস, ২০১৬ আসর)।

বাংলাদেশি ক্রিকেটারের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয় : তামিম ইকবাল (১১টি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস)। আগের রেকর্ডের মালিক ছিলেন সাব্বির রহমান (৯টি, রাজশাহী কিংস, প্রতিপক্ষ বরিশাল বুলস, ২০১৬ আসর)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড