• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইনালে ইমরুলদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন সাকিব

  অধিকার ডেস্ক    ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
(ছবি : ফাইল)

বিপিএলের ষষ্ঠ আসরের বহুল প্রতীক্ষিত শিরোপার লড়াই শুরু হচ্ছে একটু পরই (শুক্রবার সন্ধ্যা সাতটা)। এরই মধ্যে ফাইনালের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেছে টস। ভাগ্যদেবী সহায় হয়েছেন সাকিব আল হাসানের। তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ইমরুল কায়সের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের।

ঢাকা-কুমিল্লা দুদলই বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন। ঢাকা আগের পাঁচ আসরের চারটিতেই ফাইনাল খেলেছিল। এর মধ্যে বিপিএলের অভিষেক আসর অর্থাৎ ২০১২ সালে চ্যম্পিয়ন হয়েছিল তারা। পরের আসরেও (২০১৩) শিরোপা ধরে রেখেছিল তারা। তৃতীয় আসরে (২০১৫) ঢাকার একক রাজত্বে ভাগ বসিয়েছিল কুমিল্লা। বিপিএলের ইতিহাসে কেবল ওই আসরেই ফাইনাল খেলতে পারেনি ঢাকা।

২০১৬ আসরে শিরোপা পুনরুদ্ধার করেছিল ঢাকা। এরপর ২০১৭ আসরেও তারা শিরোপা নিজেদের ঘরে রাখার খুব কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেবার তাদের রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। তাদেরকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।

ফলে ঢাকার লক্ষ্য রেকর্ড চতুর্থ বিপিএল শিরোপা। আর কুমিল্লার সামনে দ্বিতীয়বারের মতো দেশের ঘরোয়া টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ আসরের শিরোপা জয়ের সুযোগ। কে হাসবে শেষ হাসি? উত্তর জানতে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার!

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ :

তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদী হাসান, সঞ্জিত সাহা।

ঢাকা ডায়নামাইটস একাদশ :

উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কিয়েরান পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন, কাজী অনিক।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড