• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিটাগংকে বিদায় করে ফাইনালের আশা জিইয়ে রাখল ঢাকা

  অধিকার ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৫

সুনীল নারিন
ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়ে ঢাকাকে জেতালেন সুনীল নারিন (ছবি : টাইগার ক্রিকেট)

ঘূর্ণি বোলিংয়ের জালে আটকে চিটাগং ভাইকিংসকে অল্প রানে বেঁধে ফেললেন সুনীল নারিন। এরপর ঝড়ো ইনিংস খেলে ঢাকা ডায়নামাইটসকে সহজ লক্ষ্য তাড়া করার ভিতও দিলেন তিনি। তার অলরাউন্ড পারফরম্যান্সে চিটাগংকে বিদায় করে বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে খেলার আশা জিইয়ে রাখল ঢাকা।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুশফিকুর রহীমের চিটাগংয়ের বিপক্ষে সাকিব আল হাসানের ঢাকা জিতল ৬ উইকেটে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৮ উইকেটে মাত্র ১৩৫ রান জমা করেছিল চিটাগং। জবাবে ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে জয় নিশ্চিত করল ঢাকা।

বল হাতে ১৫ রানে ৪ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজ তারকা নারিন ব্যাট হাতে ৩১ রান করেন মাত্র ১৬ বলে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। তার মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারে ৪৪ রান পায় ঢাকা। এই ভালো শুরুকে কাজে লাগিয়ে রান বাড়িয়ে নিতে থাকেন আরেক ওপেনার উপুল থারাঙ্গা ও রনি তালুকদার।

দ্বিতীয় উইকেটে ৪৪ রানের আরেকটি জুটির পর চিটাগংয়ের খালেদ আহমেদ টানা দুই বলে ফেরান রনি ও অধিনায়ক সাকিবকে। এর আগে নারিনের উইকেটটিও নেন এই তরুণ পেসার। রনি ১৩ বলে ২০ করলেও সাকিব ফেরেন রানের খাতা খোলার আগেই।

ঢাকার গেল ম্যাচের জয়ের নায়ক থারাঙ্গা যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে জয় তাদের হাতছোঁয়া দূরত্বে। লঙ্কান এই বাঁহাতি তুলে নেন হাফসেঞ্চুরি। ৪৩ বলে ৭ চারে খেলেন ৫১ রানের দায়িত্বশীল ইনিংস। এরপর ২০ বল হাতে রেখেই জয়ের বাকি আনুষ্ঠানিকতা ধীরে সুস্থে সারেন নুরুল হাসান সোহান ও কিয়েরান পোলার্ড।

আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিয়াফায়ারে ঢাকা লড়বে রংপুর রাইডার্স অথবা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এই দুটি দল সোমবারের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে পরস্পরের।

সংক্ষিপ্ত স্কোর :

চিটাগং ভাইকিংস : ১৩৫/৮ (২০ ওভারে) (ইয়াসির ৮, ডেলপোর্ট ৩৬, সাদমান ২৪, মুশফিক ৮, মোসাদ্দেক ৪০, শানাকা ৭, ফ্রাইলিঙ্ক ১, ভিলোয়েন ১, নাঈম ৬*, আবু জায়েদ ১*; রাসেল ০/২১, সাকিব ০/১১, রুবেল ১/২৭, শুভাগত ০/১৩, নারিন ৪/১৫, মাহমুদুল ০/১০, অনিক ১/৩৬)

ঢাকা ডায়নামাইটস : ১৩৬/৪ (১৬.৪ ওভারে) (থারাঙ্গা ৫১, নারিন ৩১, রনি ২০, সাকিব ০, সোহান ২০*, পোলার্ড ৭*; ফ্রাইলিঙ্ক ০/১৩, নাঈম ১/২৮, আবু জায়েদ ০/২২, ভিলোয়েন ০/৩৩, খালেদ ৩/২০, ডেলপোর্ট ০/১১, শানাকা ০/৬)।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড