• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডু অর ডাই ম্যাচে ঢাকার লক্ষ্য ১৩৬

  অধিকার ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১১

বিপিএল
মোসাদ্দেকের ব্যাটে ঢাকাকে ১৩৬ রানের টার্গেট চিটাগংয়ের; (ছবি : সংগৃহীত)

২ উইকেটে ৭৬ রান তুলে ফেলেছিল চিটাগং ভাইকিংস। দারুণ খেলছিলেন ক্যামেরন ডেলপোর্ট। এই ব্যাটসম্যানের বিদায়ের পর একেবারেই পথহারা হয়ে পড়ে বন্দরনগরীর দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে তারা।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল চিটাগং। দলীয় ২২ রানে ওপেনার ইয়াসির আলী (৮) রানে ফিরলে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার ডেলপোর্ট দলকে ৫৬ রান পর্যন্ত এগিয়ে নিতেই ডেলপোর্ট ফিরেন ব্যক্তিগত ৩৬ রানে।

তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিককে সঙ্গে নিয়ে সাদমান দলকে টেনে নিয়ে যান ৭৬ রান পর্যন্ত। মুশি ফিরেন ৮ রানে। এর পরই শুরু হয় চিটাগংয়ের ছন্দ পতন। তবে শেষের দিকে মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ে তাদের ইনিংস শেষ হয় ১৩৫ রানে। ৩৫ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি।

সোমবার ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচটি দু'দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এলিমেনেটর এ ম্যাচে আজ যারা হারবে তারাই বিদায় নেবে বিপিএল থেকে। তবে এলিমেনেটর ম্যাচের জয়ী হওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার।

এএপি