• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডু অর ডাই ম্যাচে ফিল্ডিংয়ে ঢাকা 

  অধিকার ডেস্ক    ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৭

ঢাকা-চিটাগং
এলিমিনেটরে চিটাগং বনাম ঢাকার লড়াই; (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলিমেনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে চিটাগং ভাইকিংস। ফলে আগে বোলিং করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচটি দু'দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। এলিমেনেটর এ ম্যাচে আজ যারা হারবে তারাই বিদায় নেবে বিপিএল থেকে। এলিমেনেটর ম্যাচের জয়ী হওয়া দলের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের টিকিট কাটার।

প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে যারা হারবে তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহীম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম, রবি ফ্রাইলিংক, হার্ডুস ভিলজোয়েন, ক্যামেরন ডেলপোর্ট এবং দাসুন শানাকা।

ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম, রনি তালুকদার, কাজী অনিক, মাহমুদুল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিন এবং উপুল থারাঙ্গা।