• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোলিংয়ে বাংলাদেশিদের রাজত্ব

  অধিকার ডেস্ক    ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩

বিপিএল
বাঁ থেকে তাসকিন, সাকিব, মাশরাফি, জায়েদ ও সাইফ; (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়েছে সেরা চার দল। লিগ পর্ব শেষে ব্যাটিংয়ে আধিপত্য বিদেশি ব্যাটসম্যানদের। তবে বোলিংয়ে রাজত্ব টাইগারদের। ষষ্ঠ আসরে শীর্ষ ৫ উইকেট সংগ্রাহকই বাংলাদেশি।

এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। ১২ ম্যাচে ৮.৫৫ ইকোনমি রেটে ২২ উইকেট দখল করেছেন তিনি। এছাড়াও ২৮ রানে ৪ উইকেটের সেরা বোলিং ফিগার তার দখলে। তবে বিপিএলে সিলেট বাদ পড়ায় এখানেই থেমে যেতে হচ্ছে তাসকিনকে।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন দারুণ ফর্মে থাকা ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১২ ম্যাচ খেলে ৭.২৯ ইকোনমিতে ২১ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৪ উইকেট।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। তিনি ১৮ ম্যাচে ৬.৬৩ ইকোনমিতে শিকার করেছেন ১৯ উইকেট। এ ডানহাতির সেরা বোলিং ফিগার ১১ রানে ৪ উইকেট।

বল হাতে দারুণ ফর্মে আছেন চিটাগাং ভাইকিংসের বোলিং আক্রমণের কর্ণধার আবু জায়েদ রাহি। ১২ ম্যাচে ৮.৫৪ ইকোনমিতে তার শিকার ১৮ উইকেট।

এই তালিকায় পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ সাইফ উদ্দিন কুমিল্লার হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন। ১১ ম্যাচে ৭.২৬ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন তিনি। সাইফের সেরা বোলিং ফিগার ২২ রানে ৪ উইকেট।

আরও পড়ুন : বিপিএলের শীর্ষ পাঁচ রান সংগ্রাহক

এএপি