• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁচা মরার ম্যাচে টসে জিতে বোলিংয়ে ঢাকা 

  অধিকার ডেস্ক    ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩০

ঢাকা-কুমিল্লা
টসে জিতে ফিল্ডিংয়ে ঢাকা; (ছবি : বিসিবি)

ঢাকায় তৃতীয় দফায় শুরু হয়েছে বিপিএলের খেলা। আজই নির্ধারিত হয়ে যাবে প্লে-অফের চার দলের নাম। এরই মধ্যে তিন দল নির্ধারিত হয়ে গেছে। তবে আজ শীর্ষ চারের চার নম্বর দল হিসেবে কোয়ালিফায়ারের ছাড়পত্র পাচ্ছে কারা? সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস নাকি মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস? এমন সমীকরণে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নেমেছে ঢাকা।

ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে কুমিল্লা। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে কুমিল্লার। তবে নিজেদের বাকি থাকা দুই ম্যাচের অন্তত একটি জিততেই হবে সাকিবের ঢাকাকে। কেননা ঢাকা ডায়নামাইটস ১০ ম্যাচ ৫টি জিতে ও ৫টিতে হেরে এখনো প্লে-অফ নিশ্চিত করতে না পারায় আজকের ম্যাচটি সাকিবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সঙ্গে ৮ ওভারে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে রয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।

শেষে চারে ওঠার লড়াইয়ে আগামীকাল শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত তাকিয়ে থাকতে হবে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে আজকের ম্যাচে ঢাকা জিতে গেলে শেষ পর্যন্ত হয়তো আর আকর্ষণ থাকবে না। তুলনামূলক ভালো নেট রানরেটের কারণে মেহেদী হাসান মিরাজের রাজশাহীকে পেছনে ফেলে সুপার ফোরে চলে যাবে রাজধানীর দলটি।

এএপি