• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিরাজদের ফিল্ডিংয়ে পাঠালেন কাপালি

  অধিকার ডেস্ক    ৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭

লিটন দাস
সিলেট সিক্সার্সের ওপেনার লিটন দাস (ছবি : টাইগার ক্রিকেট)

সময় গড়িয়ে শেষের পথে বিপিএল। এরই মধ্যে তিনটি দল নিশ্চিত করেছে সেরা চারে থেকে প্লে-অফে খেলা। বাকি কেবল একটি স্থান। এর জন্য লড়াইয়ে আছে আরও তিনটি দল। আর তাদের প্লে-অফে নাম লেখানোটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপরে। সোজা বাংলায়, নানা সমীকরণের মারপ্যাঁচ মিলিয়েই যে কোনো একটি দল জায়গা পাবে শেষ চারে।

তেমনি এক গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার সন্ধায় মাঠে নেমেছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচে যে দল জিতবে টিকে থাকবে তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা। মাঠের লড়াইয়ের আগে টস-ভাগ্য সুপ্রসন্ন হয়েছে সিলেট অধিনায়ক অলোক কাপালির। তিনি নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। মেহেদী হাসান মিরাজের রাজশাহীকে পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।

১১ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকার পাঁচে থাকা রাজশাহীর অর্জন ১০ পয়েন্ট। ছয়ে থাকা সিলেটের সংগ্রহ ১০ ম্যাচে ৮ পয়েন্ট।

রাজশাহী কিংস :

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, ক্রিস্টিয়ান জোঙ্কার, লরি ইভান্স, রায়ান টেন ডসকাটে, জনসন চার্লস।

সিলেট সিক্সার্স :

সোহেল তানভীর, মোহাম্মদ নওয়াজ, নিকোলাস পুরান, জেসন রয়, অলোক কাপালি (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, এবাদত হোসেন, নাবিল সামাদ।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড