• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে ফিল্ডিংয়ে রংপুর

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ১৮:১১

রংপুর রাইডার্স
১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে রংপুর রাইডার্স (ছবি : টাইগার ক্রিকেট)

বিপিএলে গতকাল সোমবারের দ্বিতীয় ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল রংপুর রাইডার্স। তবে এক ম্যাচ পরই তাদের হারাতে হয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট। কেননা মঙ্গলবারের প্রথম ম্যাচে শেষ হাসি হেসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দখল করেছে পয়েন্ট তালিকার সবার উপরের জায়গাটা। হারানো সেই সিংহাসন ফিরে পেতে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর। প্রতিপক্ষ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে জিতে তাদের পাঠিয়েছেন ফিল্ডিংয়ে।

পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা রংপুরের অর্জন ১০ ম্যাচে ১২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচে মাশরাফিরা জয় পেলে উঠে যাবেন তালিকার শীর্ষে। অন্যদিকে রাজশাহী এ ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারলে উজ্জ্বল হবে সেরা চারে থেকে তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা।

রংপুর রাইডার্স :

অ্যালেক্স হেলস, ক্রিস গেইল, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ফরহাদ রেজা, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, শফিউল ইসলাম, নাহিদুল ইসলাম।

রাজশাহী কিংস :

জনসন চার্লস, সৌম্য সরকার, মুমিনুল হক, লরি ইভান্স, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ক্রিস্টিয়ান জোঙ্কার, ফজলে মাহমুদ রাব্বি, কাইস আহমেদ, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, কামরুল হাসান রাব্বি।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড