• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বৃষ্টি বাধায় ওভার কমল কুমিল্লা-চিটাগং ম্যাচের

  অধিকার ডেস্ক    ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮

মুশফিকুর রহীম
চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহীম (ছবি : টাইগার ক্রিকেট)

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে বিপিএলের মঙ্গলবারের প্রথম ম্যাচে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। তবে বৃষ্টি বাধায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর মাঠে গড়ানো ম্যাচটির ওভার কমিয়ে আনা হয়েছে একটি।

অর্থাৎ কুমিল্লা-চিটাগংয়ের মধ্যকার ম্যাচটি হবে ১৯ ওভারের। দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে ১টা ৪০ মিনিটে শুরু হলেও ম্যাচের ব্যাপ্তি প্রথমে কমানো হয়নি। কিন্তু এক ওভার খেলা হওয়ার পরই ফের বাগড়া দেয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে আধা ঘণ্টারও বেশি সময়। সে কারণে এক ওভার কমিয়ে দেওয়া হয়েছে।

ঘরের মাঠে আগের দুই ম্যাচ হেরে যাওয়া চিটাগংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। ৫ ওভার শেষে টসে জিতে ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহীমের দলের সংগ্রহ ৩ উইকেটে ২২ রান। উইকেটে আছেন মোহাম্মদ শাহজাদ ১৩ ও মাত্রই নামা নাজিবউল্লাহ জাদরান ১ রানে।

দ্বিতীয়বার খেলা মাঠে গড়ানোর পর প্রথম ওভারেই কুমিল্লার মোহাম্মদ সাইফউদ্দিন ফেরান ওপেনার সাদমান ইসলাম ও ইয়াসির আলীকে। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর ইনিংসের পঞ্চম ওভারে বিদায় নেন চিটাগং দলনেতা মুশফিক।

কুমিল্লা ও চিটাগং এখন পর্যন্ত খেলেছেন সমান নয়টি ম্যাচ। ছয় জয় ও তিন হারে তাদের অর্জন সমান ১২ পয়েন্ট। রান ব্যবধানে এগিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে কুমিল্লা, তিনে চিটাগং। শীর্ষে থাকা রংপুর রাইডার্সেরও অর্জন ১২ পয়েন্ট। তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

চিটাগং ভাইকিংস :

মোহাম্মদ শাহজাদ, সাদমান ইসলাম, ইয়াসির আলী, মুশফিকুর রহীম (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ক্যামেরন ডেলপোর্ট, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, সিকান্দার রাজা, আবু জায়েদ, খালেদ আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স :

তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, ইমরুল কায়েস (অধিনায়ক), শামসুর রহমান, থিসারা পেরেরা, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, মেহেদী হাসান, ওয়াহাব রিয়াজ।

এসএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড